ঢাকা, ৭ মে ২০২০
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনার প্রেক্ষিতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সমাজকল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজসেবা অধিদফতর দেশের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী মানুষ এবং কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতে উদ্যোগ গ্রহণ করেছে।
মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ও সম্মানিত সচিব জনাব মোহাম্মদ জয়নুল বারী’র নির্দেশনায় সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক জনাব শেখ রফিকুল ইসলাম এর নেতৃত্বে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, পথশিশু, কর্মহীন শ্রমিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল ও একটি সাবান প্রদান করা হচ্ছে। এ কার্যক্রম সমাজসেবা অধিদফতরের জেলা ও উপজেলা কার্যালয়সমূহের মাধ্যমে দেশব্যাপী চলমান রয়েছে। সমাজসেবা অধিদফতর, জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজসেবা অধিদদফতরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের সমন্বয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত ২৭ মার্চ হতে ৭ মে পর্যন্ত সমাজসেবা অধিদফতরের মাঠপর্যায়ের কার্যালয়সমূহ ও সমাজসেবা অধিদফতরের প্রধান কার্যালয়ের মাধ্যমে ঢাকা শহরে ৯৬৬০টি সহ সারাদেশে সর্বমোট ৮০,১৭৮টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়।
আজ ও গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪, ৮ ও ১০ নং ওয়ার্ডভুক্ত যথাক্রমে মিরপুর-১৩, মিরপুর-১ ও দারুসসালাম এলাকার এলাকার নিম্ন আয়ের শ্রমজীবী-কর্মহীন সর্বমোট ২০০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন জনাব মোঃ আবু মাসুদ, পরিচালক (প্রশাসন ও অর্থ), সমাজসেবা অধিদফতর। বিতরণ করেন জনাব মোঃ নূরুল হক মিয়া, (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ফিরাদুল হক, সহাকারী পরিচালক (গুদাম ও যানবাহন), জনাব নূরুল আমিন খান, লিয়াজোঁ অফিসার, জনাব কায়সার হামিদ, প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবা অধিদফতর।