কার্যক্রমের নাম: প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। সভ্যতার বিকাশের পাশাপাশি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব-সমাজের মনোভাব এবং দায়িত্ববোধে লক্ষণীয় পরিবর্তন এসেছে। সম্প্রতি, বিভিন্ন দেশ প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক ফোরামে প্রতিবন্ধীতা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। সামাজিক নিরাপত্তা প্রদানের সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে, সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে 'প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম' বাস্তবায়ন করছে।
পটভূমি:
বাংলাদেশের সংবিধানের ১৫, ১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ এবং অধিকার প্রদান করা হয়েছে। সংবিধানের ১৫ (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে যে সামাজিক নিরাপত্তার অধিকার, অর্থাৎ বেকারত্ব, অসুস্থতা বা অক্ষমতা বা বিধবাত্ব, পিতৃহীনতা বা বার্ধক্য বা অনুরূপ পরিস্থিতিতে দারিদ্র্যের ক্ষেত্রে সরকারি সহায়তা পাওয়ার অধিকার। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর তফসিল ১১ (ক) নিশ্চিত করে যে, "প্রতিবন্ধী ব্যক্তিদের, বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ প্রতিবন্ধী শিশু, প্রতিবন্ধী মহিলা এবং বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যায়ক্রমে বিদ্যমান সামাজিক সুরক্ষা জাল এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা"। বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দিচ্ছে। সামাজিক সুরক্ষা প্রদানের সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে, সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা বিভাগের মাধ্যমে 'প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম' ' বাস্তবায়ন করছে।
কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য :
১. প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষা, কল্যাণ ও উন্নয়ন;
২. প্রতিবন্ধী ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পারিবারিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি;
৩. প্রতিবন্ধী ব্যক্তির চিকিৎসা সহায়তা প্রদান।
৪. প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন ও সমাজের মূল স্রোতধারায় আনয়ন ।
৫. প্রতিবন্ধী ব্যক্তির আর্থ-সামাজিক উন্নয়ন।
মনিটরিং: মাঠ পর্যায় ও কেন্দ্রীয় পর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হয়।
ফোকাল পয়েন্ট:
হালিমা খাতুন
উপপরিচালক (প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম)
সমাজসেবা অধিদপ্তর, ঢাকা
ফোন: ০২৫৫০০৭২৩
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার স্তর অনুযায়ী উপবৃত্তি ভাতা:
ভাতা আবেদনের লিঙ্কঃ https://dss.bhata.gov.bd/online-Application
পরিশোধের মাধ্যম: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অথবা ব্যাংক ট্রান্সফার
পরিশোধের সময়সূচি: ত্রৈমাসিক (বছরে ৪ কিস্তি)
হার: মাসিক
শিক্ষার স্তর |
শ্রেণি পরিসর |
মাসিক উপবৃত্তি |
শিক্ষার্থীর সংখ্যা (জন) |
---|---|---|---|
প্রাথমিক |
প্রথম শ্রেণি – পঞ্চম শ্রেণি /সমমান |
টাকা ৯০০ |
৪৭০০০ |
মাধ্যমিক |
ষষ্ঠ শ্রেণি – দশম শ্রেণি /সমমান |
টাকা ৯৫০ |
২২০০০ |
উচ্চ মাধ্যমিক |
একাদশ শ্রেণি – দ্বাদশ শ্রেণি /সমমান |
টাকা ১০৫০ |
৭৫০০ |
উচ্চতর |
অনার্স থেকে মাস্টার্স পর্যায়/সমমান |
টাকা ১৩০০ |
৪৫০০ |
অর্থবছরভিত্তিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির বাজেট ও উপকারভোগীর সংখ্যা
অর্থবছর |
বরাদ্দ (মিলিয়ন টাকা) |
উপকারভোগীর সংখ্যা (জন) |
২০০৭-০৮ |
৫০.০০ |
১২,২০৯ |
২০০৮-০৯ |
৬০.০০ |
১৩,০৪১ |
২০০৯-১০ |
৮০.০০ |
১৭,১৫০ |
২০১০-১১ |
৮৮.০০ |
১৮,৬২০ |
২০১১-১২ |
৮৮.০০ |
১৮,৬২০ |
২০১২-১৩ |
৮৮.০০ |
১৮,৬২০ |
২০১৩-১৪ |
৯৭.০০ |
২০,৪২০ |
২০১৪-১৫ |
২৫৫.৬০ |
৫০,০০০ |
২০১৫-১৬ |
৪১৮.৮০ |
৬০,০০০ |
২০১৬-১৭ |
৪৭৮.৮০ |
৭০,০০০ |
২০১৭-১৮ |
৫৪৪.৮০ |
৮০,০০০ |
২০১৮-১৯ |
৫০৩.৭০ |
৯০,০০০ |
২০১৯-২০ |
৯৫৬.৪০ |
১,০০,০০০ |
২০২০-২১ |
৯৫৬.৪০ |
১,০০,০০০ |
২০২১-২২ |
৯৫৬.৪০ |
১,০০,০০০ |
২০২২-২৩ |
৯৫৬.৪০ |
১,০০,০০০ |
২০২৩-২৪ |
১১২৭.৪০ |
১,০০,০০০ |
২০২৪-২৫ |
১১৩৭.১০ |
১,০০,০০০ |
২০২৫-২৬ |
৯২৯.৬০ |
৮১,০০০ |
আইন, বিধি বাস্তবায়ন আইন/নীতিমালা /বিধিমালা /নির্দেশিকা/প্রঞ্জাপণ /পরিপত্র/গুরুত্বপূর্ণ অফিস আদেশ:
১. সমন্বিত নীতিমালা, ২০২৫
২. প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩