ভূমিকা
সমাজসেবা অধিদফতর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের (অন্ধ বিদ্যালয়) জন্য ৫টি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা করছে। বিদ্যালয়সমূহ ঢাকা, চট্রগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশালে অবস্থিত। দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের পড়াশুনার সুযোগদানের জন্য এসকল বিদ্যালয়ে ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদান করা হয়। এ সকল বিদ্যালয়ে হোস্টেল সুবিধা রয়েছে।
সেবাদান কেন্দ্র
ক্রম |
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা |
নিবাসীর ধরন |
অনুমোদিত আসন |
ফোন নম্বর |
১ |
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, সেকশন-১৪, মিরপুর, ঢাকা |
মিশ্র |
৩০ |
০২-৯০০৩৫৪০ |
২ |
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, গোয়ালখালী, খুলনা |
মিশ্র |
৫০ |
০৪১-৭৬২৯৯৭ |
৩ |
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, মুরাদপুর, চট্টগ্রাম |
মিশ্র |
৫০ |
০৩১-৬৫৫৭২৯ |
৪ |
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, ষষ্ঠীতলা, রাজশাহী |
মিশ্র |
১০০ |
০৭২১-৭৭২৭৫৮ |
৫ |
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, সাগরদী, বরিশাল |
মিশ্র |
১১০ |
০৪৩১-৬৩৩৯০ |
|
|
সর্বমোট |
৩৪০ |
সেবা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর আবেদন দাখিল করতে হয়। সংশ্লিষ্ট প্রধান শিক্ষক প্রাপ্ত আবেদনপত্রের তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে বাক শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী নির্বাচন করা হয়। এ সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভরণ-পোষণসহ দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় ।
কার্যাবলি
নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র
সেবা প্রদানের সময়সীমা
যার সাথে যোগাযোগ করতে হবে
প্রধান শিক্ষক, বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়
বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়
শ্রবণ প্রতিবন্ধী শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণাল সমাজসেবা অধিদফতর ৭টি শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা করছে। এ সকল বিদ্যালয়ে ছাত্রদের ইশারা ভাষা শিক্ষা প্রদানের পাশাপাশি সাধারণ শিক্ষা প্রদান করা হয়।
সেবাদান কেন্দ্র
ক্রম |
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা |
নিবাসীর ধরন |
অনুমোদিত আসন সংখ্যা |
ফোন নম্বর |
১ |
বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, সেকশন-১৪, মিরপুর, ঢাকা |
বালক |
৮০ |
৯০০৩৫৪০ |
২ |
বাক-শ্রবণ প্রতবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, গোয়ালখালী, খুলনা |
মিশ্র |
৮০ |
০৪১- ৭৬২৯৯৭ |
৩ |
বাক-শ্রবণ প্রতবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, মুরাদপুর, চট্টগ্রাম |
মিশ্র |
৮০ |
০৩১-৬৫৫৭২৯ |
৪. |
বাক-শ্রবণ প্রতবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, ষষ্ঠীতলা, রাজশাহী |
মিশ্র |
৮০ |
০৭২১-৭৭২৭৫৮ |
৫. |
সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, ফরিদপুর |
মিশ্র |
১০০ |
০৬৩১-৬৪০০৮ |
৬. |
সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, বাবুরহাট, চাঁদপুর |
মিশ্র |
১০০ |
০৮৪১-৬৫৮২৯ |
৭. |
সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, শেখঘাট, সিলেট |
মিশ্র |
১০০ |
২৮৩৩৮৮০ |
৮. |
সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, ঝিনাইদহ |
মিশ্র |
১০০ |
+৮৮০১৭০৮৪১৫৪৭০ |
|
|
সর্বমোট |
৭২০ |
সেবা গ্রহীতা
সেবা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর আবেদন দাখিল করতে হয়। সংশ্লিষ্ট প্রধান শিক্ষক প্রাপ্ত আবেদনপত্রের তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে বাক শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী নির্বাচন করা হয়। এ সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভরণ-পোষণসহ দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় ।
কার্যাবলি
নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র
সেবা প্রদানের সময়সীমা
যার সাথে যোগাযোগ করতে হবে
প্রধান শিক্ষক, বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়